গত ২৫ই মার্চ গভীর রাতে দীঘিনালার বোয়ালখালি বাজারে আগুন লেগে ২০ টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঈদকে সামনে রেখে সমস্ত দোকান গুলোতে ব্যবসায়ীরা নিজেদের সবটুকু পুজি দিয়ে প্রয়োজনীয় পণ্য তুলেছিল। ব্যাবসায়ীদের সাথে কথা বলে জানা যায় দোকানগুলো পুড়ে যাওয়াতে আনুমানিক ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গত বুধবার (০২/০৩/২০২৫ ইং) তারিখে অগ্নিকাণ্ডের সময়ের সিসিটিভি ফুটেজে দেখা যায় (রাত ১টা ৩৭ মিনিট থেকে ১টা ৪২ মিনিট) সন্দেহজনকভাবে একজন ব্যক্তি ঘুরাঘুরি করে এবং আগুন লাগার পর কাউকে ডাকাডাকি না করে দ্রুত ঘটনা স্থল ত্যাগ করেন। এই ঘটনায় বাদী হয়ে দীঘিনালা থানায় মামলা করেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাধন ঘোষ।
অগ্নিকান্ডের ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহজনক ভাবে পুলিশ নুর ইসলাম নামের ব্যক্তিকে গত বৃহস্পতিবার (০৩/০৩/২০২৫ ইং) তারিখে বিকেলে বোয়ালখালি বাজার থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে অসংলগ্ন কথাবার্তা বলেন।
এ ঘটনায় দীঘিনালা থানার ওসি মোঃ জাকারিয়া মহোদয় বলেন, প্রতিহিংসা থেকে সে আগুন দিয়ে থাকতে পারে। আসামিকে আদালতে প্রেরণ করা হবে। আমরা আদালতের কাছে আসামির বিরুদ্ধে অন্তত ৫ থেকে ৭ দিনের রিমান্ড চাইব।