কেরাণীগঞ্জে র‌্যাবের অভিযানে জরিমানা ও দোকান সিলগালা

ইস্পাহানী ইমরান avatar   
ইস্পাহানী ইমরান
র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরেই এসব অসাধু ব্যবসায়ী বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বাজারে মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিকর পণ্য বিক্রি করে আসছিলেন, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।..

ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন এলাকায় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রির দায়ে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮১ হাজার টাকা জরিমানা করেছে। অভিযানে একটি দোকান সিলগালা ও বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়েছে।

রবিবার (২৯ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান এবং র‌্যাব-১০ এর যৌথ অভিযানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অভিযোগে দণ্ডিত করা হয়:

মো. শাহআলম হাওলাদারকে ১,০০,০০০ টাকা,

দক্ষিণ কেরাণীগঞ্জের ‘সুপার প্যাক কারখানা’র মালিক মো. মনির হোসেনকে ৮০,০০০ টাকা,

মো. মোল্লা (পশ্চিমদি, দক্ষিণ কেরাণীগঞ্জ)-কে ১,০০০ টাকা জরিমানা।

এছাড়া, ‘সাদিয়া কসমেটিকস বিডি’ নামের একটি প্রতিষ্ঠান মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন কসমেটিকস রাখার দায়ে সিলগালা করা হয়। দোকানটি থেকে হোয়াইটনিং ক্রিম ১ পিস, ব্ল্যাক মাস্ক ১ কার্টুন, পিল অফ মাস্ক ১ কার্টুন, গোলাপজল ৬০ পিস, লরিয়াল হেয়ার স্পা ১ বস্তা ও গোলাপজল লেবেল ৩০০ পিস জব্দ করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রি করে আসছিলেন। জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।

Nenhum comentário encontrado