ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের তেঘরিয়া ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৬ মে) রাত ৯টার দিকে তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর চৌধুরী পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার (২৭ মে) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য হিসেবে গোপনে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"
সূত্র জানায়, তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরেই সংগঠনের আড়ালে সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। তার কার্যকলাপে এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।