ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগরের আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার (২৩ জুন) বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কাব কার্নিভাল-২০২৫।
গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে এবং বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের সার্বিক তত্ত্বাবধানে, কেরানীগঞ্জ উপজেলা স্কাউট শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউট নির্বাহী কমিটির সভাপতি রিনাত ফৌজিয়া।
কার্নিভালে উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক কাব স্কাউট সদস্য অংশগ্রহণ করে। তারা কুচকাওয়াজ, স্বাস্থ্য সচেতনতামূলক পরিবেশনা, গান, কবিতা আবৃত্তি ও নানা সৃজনশীল কার্যক্রমে অংশ নেয়।
সভাপতির বক্তব্যে ইউএনও রিনাত ফৌজিয়া বলেন, “স্কাউটিং-এর মাধ্যমে শিশুদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকশিত হয়। এ ধরনের আয়োজন শিশুদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম বলেন, “শিক্ষার্থীদের শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। মাঠ পর্যায়ে নানা কার্যক্রমের মাধ্যমে তাদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা ও আগানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক তাইবুর রহমান, উপজেলা স্কাউট লিডার মিজানুর রহমান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারী দলগুলোকে সার্টিফিকেট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানটি জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সমাপ্ত হয়।