ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর পৃথক অভিযানে কেরানীগঞ্জ এলাকা থেকে ইয়াবা ও হেরোইনসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
৩১ মে ২০২৫, বিকেল ৫:৩০ টায় দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ মোঃ এমরান মোল্লা (৪৬) কে গ্রেফতার করা হয়। একইদিন রাত ১১:৩০ টায় কেরানীগঞ্জ মডেল থানার আরশীনগর এলাকা থেকে ১০০ গ্রাম হেরোইনসহ মোঃ আনোয়ার (২৭) কে আটক করে ডিবি টিম।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম এর নির্দেশনায়, ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়। সঙ্গীয় উপ-পরিদর্শক সৈয়দ ইমামুজ্জামান ও আব্দুল বাছেদসহ চৌকস ডিবি টিম অভিযানে অংশগ্রহণ করে।
সিডিএমএস বিশ্লেষণে জানা যায়, গ্রেফতারকৃত এমরানের বিরুদ্ধে একটি মাদক মামলা এবং আনোয়ারের বিরুদ্ধে একটি হত্যা মামলা ও দুইটি মাদক মামলা রয়েছে।
উল্লেখিত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



















