পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার(৫ জুন) দুপুরের দিকে খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পেছেনের ডোবার পানিতে পড়ে যায় অভি। পরে তাকে উদ্ধার করে পাশের ঈশ্বরগঞ্জ উপজেলা হাসপাতেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে দেড় বছরের এক শিশুকে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসার পর শিশুটিকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায়, এখানে আসার পূর্বেই শিশুটি মারা যায়।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি থানায় কেউ অবহিত করেন নাই।এঘটনায় অপমৃত্যু মামলা রুজু করা হবে।