close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কেন্দুয়ায় ঔষধ ভেবে কীটনাশাক সেবনে বৃদ্ধার মৃত্যু

Md Humayun avatar   
Md Humayun
নেত্রকোনার কেন্দুয়ায় ঔষধ ভেবে কীটনাশক সেবন করে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (১৫ জুন) বিকেল ৩টার দিকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই বৃদ্ধার মৃত্যু হয়।..

মারা যাওয়া বৃদ্ধা হলেন, ফুলেছা খাতুন (৬৫)। তিনি কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের চিকনী আগপাড়া গ্রামের আবুল হাসেমের স্ত্রী। 

ওই বৃদ্ধার পরিবার সূত্রে জানা গেছে, আজ রবিবার দুপুরে বৃদ্ধা ফুলেছা খাতুন ঔষধ ভেবে ঘরে থাকা কীটনাশক সেবন করেন। পরে তিনি অসুস্থ্য হয়ে পড়েন। বিষয়টি জানাজানির পর পরিবারের লোকজন মুমুর্ষ অবস্থায় বিকেল ৩টার দিকে তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় হাসপাতালে থাকা ওই বৃদ্ধার পরিবার ও আত্নীয়-স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

এ বিষয়ে কথা হলে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাটি জানার পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়। ওই বৃদ্ধা ঔষধ ভেবে কীটনাশক সেবন করে মারা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Inga kommentarer hittades


News Card Generator