পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে সে। দীর্ঘ সময় ধরে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে তার নিথর দেহ ভেসে উঠতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে কেন্দুয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান, ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ঘটনাটি দুঃখজনক। শিশুদের নিরাপত্তায় পরিবারগুলোকে আরও সচেতন হওয়ার দরকার। এ ঘটনার থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।