close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

কেন্দুয়ায় ১৩ দিন ধরে নিখোঁজ যুবদল নেতা, প্রতিবাদে বিক্ষোভ মিছিল..

Md Humayun avatar   
Md Humayun
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের যুবদল নেতা রফিকুল ইসলাম শামীম নিখোঁজের ১৩ দিন পার হলেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবার ও রাজনৈতিক অঙ্গনে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।..

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে শামীমের সন্ধান দাবিতে কেন্দুয়া উপজেলা সদরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

বিক্ষোভ মিছিলটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়। এতে নেতৃত্ব দেন নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব ডা. রফিকুল ইসলাম হিলালী।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভুঁইয়া মজনু প্রমুখ। এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

নেতারা বলেন, একজন রাজনৈতিক কর্মী নিখোঁজ হওয়ার ১৩ দিন অতিবাহিত হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো অগ্রগতি নেই। তারা দ্রুত শামীমের সন্ধান চেয়ে প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং দাবী আদায়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

 

উল্লেখ্য, গত ২ জুলাই রাতে রফিকুল ইসলাম শামীম নিখোঁজ হন। পরদিন তার বড় ভাই কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৪২) করেন।

Комментариев нет


News Card Generator