চাঁদপুরের কচুয়ায় দুর্গাপুর ক্যাডেট স্কুলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দিশারী মেডিকেল (নরমাল ডেলিভারি) সেন্টারের উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩ নং ভিতরে ইউনিয়নের আয়োজনে কচুয়া জামাতের মনোনীত প্রার্থী মাওলানা মুহাদ্দিস আবু নাছর আশরাফীর সার্বিক সহযোগিতায় সকাল ৯ টা থেকে সারাদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ প্রদান করা হয়েছে। কচুয়া দিগন্ত দিশারী ফাউন্ডেশন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর যৌথ তত্ত্বাবধানে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পের সভাপতিত্ব করেন, ৩ নং বিতারা ইউনিয়নের আমির মাওলানা নাসির উদ্দিন মোল্লা, মেডিকেল ক্যাম্প আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন, নব দিগন্ত সম্পাদক কচুয়া দিশারী স্কুল মাদ্রাসা ও দিশারী মেডিকেল পরিচালক, কচুয়া প্রেসক্লাবের সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাত হোসেন মুন্সী। স্থানীয় জামায়াত নেতা ৩ নং ওয়ার্ড সভাপতি মাওলানা জুবায়েরের সঞ্চালনায় মেডিকেল ক্যাম্প উত্তর আলোচনায় প্রধান অতিথির বিশিষ্ট সমাজসেবক ডাক্তার নাসরিন সুলতানা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবু তাহের, আব্দুল খায়ের, শরিফুল ইসলাম, ফারুক মুন্সী, ফয়েজ মুন্সী, ডাঃ নাছরিন সুলতানা এমবিবিএস, পিজিটি গাইনী, ও চক্ষু ডাঃ সোহাগ, ঢাকা ইবনে সিনা থেকে আগত ডাক্তার মোহাম্মদ আনিসুর রহমান বক্তব্য রাখেন। মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন, আসিফ মাহমুদ, অধ্যক্ষ মাওলানা আবু জাফর,, ওয়ালী উল্লাহ মীর, হোসনেয়ারা বেগম, আমিনুল ইসলাম মীর স্থানীয় ছাত্র শিবির নেতৃবৃন্দ প্রমুখ। ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় এতিমখানা শিক্ষার্থী, বয়স্ক পুরুষ মহিলা শিশুসহ সকল শ্রেণীর রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এতে উপস্থিত সকলের সন্তুষ্টি প্রকাশ করেন এবং দিশারী মেডিকেলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
לא נמצאו הערות



















