ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: কাঠালী ব্রাইট ফিউচার প্রি-ক্যাডেট স্কুলে প্রথম সাময়িক পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশ করা হয়। একইসঙ্গে এক অনাড়ম্বর আয়োজনে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালক মাজাহারুল ইসলাম। রবিবার ১১মে সকালে ফলাফল ঘোষণার পর কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মাজাহারুল ইসলাম তার বক্তব্যে বলেন, "শিক্ষা মানুষের জীবনের মেরুদণ্ড। আমাদের শিশুদের মেধা ও মননশীলতাকে সঠিকভাবে বিকশিত করতে হবে। এই ধরনের পুরস্কার তাদের আগামীর পথচলায় উৎসাহ হিসেবে কাজ করবে।"
বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দও কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানোন্নয়ন ও মেধার যথাযথ স্বীকৃতির জন্য নিয়মিতভাবে এ ধরনের আয়োজন করা হবে।



















