কাঠালী ৬ নং ওয়ার্ডে রাস্তার দুরাবস্থা: শিকদার বাড়ী মসজিদ থেকে চকপাড়ার মোড় পর্যন্ত জনদুর্ভোগ চরমে..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
স্থানীয় এক প্রবীণ ব্যক্তি বলেন, “এটা যেন অবহেলিত এক জনপদ। ভোটের সময় নেতা আসে প্রতিশ্রুতি নিয়ে, কিন্তু তারপর কেউ আর ফিরে তাকায় না।”..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা উপজেলার কাঠালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শিকদার বাড়ী মসজিদ থেকে শুরু করে চকপাড়ার মোড় পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা এখন এলাকাবাসীর জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্ষা মৌসুমে এ দুর্দশা যেন আরও ভয়াবহ রূপ নেয়। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটি কাদা-মাটির কুয়াড়ায় পরিণত হয়েছে, যা দিয়ে চলাচল কার্যত অসম্ভব হয়ে উঠেছে।

এই রাস্তাটি দিয়েই প্রতিদিন গর্ভবতী নারী, স্কুলগামী ছাত্র-ছাত্রী, অসুস্থ মানুষসহ হাজারো সাধারণ জনগণ চলাচল করেন। কাদা-পানিতে হেঁটে যাতায়াত করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা চরম ঝুঁকির মুখে পড়ছেন।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আমার স্ত্রী গর্ভবতী, হাসপাতালে নিতে হলে এই রাস্তায় দিয়ে নিয়ে যেতে হয়। একটু বৃষ্টিই যেন আমাদের জীবনে দুর্যোগ ডেকে আনে। যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটেই চলতে কষ্ট হয়।”

বিদ্যালয়গামী এক শিক্ষার্থী জানায়, “প্রতিদিন কাদা ভেঙে স্কুলে যেতে হয়। অনেক সময় জুতা হারিয়ে যায় কাদার মধ্যে। জামাকাপড় নষ্ট হয়ে যায়, ফলে শ্রেণিকক্ষে বসে থাকাও অস্বস্তিকর হয়ে পড়ে।”

এলাকাবাসীর অভিযোগ, বারবার স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। যেন দেখার কেউ নেই। দীর্ঘদিন ধরে রাস্তাটির কোনো সংস্কার হয়নি, বরং পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে।

স্থানীয় এক প্রবীণ ব্যক্তি বলেন, “এটা যেন অবহেলিত এক জনপদ। ভোটের সময় নেতা আসে প্রতিশ্রুতি নিয়ে, কিন্তু তারপর কেউ আর ফিরে তাকায় না।”

এলাকাবাসী দ্রুত এই রাস্তাটি পাকা করে চলাচলের উপযোগী করে তোলার দাবি জানিয়েছেন। তারা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, উন্নয়নের ধারা তখনই সফল হবে, যখন প্রান্তিক মানুষের ন্যূনতম চাহিদাগুলো পূরণ হবে।

No comments found


News Card Generator