close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাৎ: সমঝোতা কমিটির গুরুত্বপূর্ণ বার্তা

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কারাগারে সাক্ষাৎ করার অনুমতি পেয়েছে সমঝোতা-সংলাপ কমিটি। দেশটির সরকারের সঙ্গে প্রথম দফার আলোচনার পর ইমরানকে সেই
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কারাগারে সাক্ষাৎ করার অনুমতি পেয়েছে সমঝোতা-সংলাপ কমিটি। দেশটির সরকারের সঙ্গে প্রথম দফার আলোচনার পর ইমরানকে সেই আলোচনা সম্পর্কে অবহিত করবে কমিটি। বৃহস্পতিবার অনলাইন জিও নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। জিও নিউজ জানায়, সমঝোতা কমিটির সদস্যরা বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে আলোচিত বিষয়গুলো, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পিটিআইয়ের (পাকিস্তান তেহরিকে ইনসাফ) কৌশল নিয়ে ইমরানকে অবহিত করা হবে। এর আগে, সরকারের পক্ষ থেকে আলোচনা প্যানেলের সিনেটর ইরফান সিদ্দিকী ইমরানের সঙ্গে তার দলের পরামর্শ করার অনুমোদন দেন। পটভূমি ও আলোচনার প্রেক্ষাপট এ সপ্তাহের সোমবার, বহুদিনের রাজনৈতিক উত্তেজনার পর, পাকিস্তানের সরকার এবং পিটিআইয়ের নেতারা প্রথমবারের মতো বৈঠকে বসেন। বৈঠকে সরকারের পক্ষে উপস্থিত ছিলেন উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার, প্রধানমন্ত্রী শেখ রানা সানাউল্লাহ, পিপিপি নেতা রাজা পারভেজ আশরাফসহ আরও কয়েকজন শীর্ষ নেতা। অন্যদিকে, পিটিআইয়ের প্রতিনিধিত্ব করেন সাবেক জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার, এসআইসির চেয়ারম্যান সাহেবজাদা হামিদ রাজা এবং মজলিশ ওয়াহদাত-ই-মুসলিমীন নেতা আল্লামা রাজা নাসির আব্বাস। আলোচনার পর জানা গেছে, আগামী ২ জানুয়ারি উভয় পক্ষের দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে পিটিআই তাদের দাবিগুলো লিখিতভাবে সরকারের সামনে উপস্থাপন করবে। ইমরানের সঙ্গে বৈঠকের গুরুত্ব বৈঠকটি পাকিস্তানের বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক সংকট নিরসনে পিটিআই এবং সরকারের মধ্যে এই আলোচনা বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। ইমরানের কারাবাসের মধ্যে তার সঙ্গে এই বৈঠক নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। এই সাক্ষাৎ পাকিস্তানের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে কতটা প্রভাব ফেলবে, তা এখন সময়ই বলে দেবে। তবে উভয় পক্ষের সংলাপ উদ্যোগ ইতোমধ্যেই দেশের রাজনৈতিক পরিস্থিতিতে স্বস্তি আনতে শুরু করেছে।
No comments found