close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কামাখন্দের কাজিপুরায় এবার ঈদের আকর্ষণ ‘কালু মাস্তান’

Juwel Hossain avatar   
Juwel Hossain
শুধু আকৃতিতেই নয়, স্বাস্থ্যে ও সৌন্দর্যে ‘কালু মাস্তান’ আসলেই মাস্তান!

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কাজিপুরা গ্রামে এবারের ঈদুল আজহার কোরবানির হাটে সবার নজর কাড়ছে ‘কালু মাস্তান’ নামে এক বিশালাকৃতির ফ্রিজিয়ান জাতের গরু। প্রায় ৩৫ মণ ওজনের এই গরুটির মালিক আব্দুল বারিক ভূইয়া।

নিজ বাড়ির খামারে অত্যন্ত যত্ন ও ভালোবাসার সাথে, সম্পূর্ণ প্রাকৃতিক খাবারে বড় করা হয়েছে কালু মাস্তানকে। কোনো ধরনের কৃত্রিম মোটাতাজাকরণ ওষুধ ব্যবহার না করে খড়, ঘাস, ভুষি ও দেশীয় উপাদান খাইয়ে লালন-পালন করা হয়েছে ফ্রিজিয়ান জাতের এই বিশাল দেহী গরুটিকে।

গরুটির উচ্চতা প্রায় ৫ ফুট এবং দৈর্ঘ্য প্রায় ৮ ফুট। আকৃতিতে বিশাল এবং স্বাস্থ্যবান হওয়ায় ইতোমধ্যেই এটি এলাকার মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিদিন দুরদুরান্ত থেকে আসা মানুষ ভিড় করছেন কাজিপুরার এই খামারে শুধুমাত্র গরুটি একনজর দেখতে।

আব্দুল বারিক ভূইয়া জানান, “এই গরুটিকে আমি অনেক আদরে বড় করেছি। এবার কোরবানির জন্য বিক্রি করতে চাচ্ছি। দাম রেখেছি ১৫ লাখ টাকা। তবে আগ্রহী ক্রেতারা চাইলে আলোচনা করে দামাদামি করতে পারবেন।”

তিনি আরও বলেন, “কালু মাস্তান শুধু একটা গরু না, এটা আমাদের পরিবারের অংশ ছিল। কিন্তু কোরবানির ঈদের পবিত্রতা রক্ষা করতে এই পশুটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি।”

স্থানীয়রা জানান, “আমাদের এলাকায় এমন বিশাল গরু এর আগে দেখা যায়নি। শুধু আকৃতিতেই নয়, স্বাস্থ্যে ও সৌন্দর্যে ‘কালু মাস্তান’ আসলেই মাস্তান!”

দেশজুড়ে কোরবানির পশুর হাটে প্রস্তুতি তুঙ্গে। তবে প্রাকৃতিক উপায়ে লালিত ফ্রিজিয়ান জাতের এই সুস্থ ও আকর্ষণীয় গরুটি নিঃসন্দেহে ক্রেতাদের জন্য একটি বিশেষ বিকল্প হতে পারে।

Walang nakitang komento