নাফিজ আহমেদঃ রাজবাড়ীর কালুখালী উপজেলায় বিষধর সাপ রাসেল ভাইপারের ছোবলে বাদশা শেখ (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বাদশা শেখ ওই এলাকার মনির উদ্দিন শেখের ছেলে।
নিহত কৃষকের পরিবার সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের খালে কচুরিপানা পরিষ্কার করতে নামলে হঠাৎ রাসেল ভাইপার সাপ বাদশাকে কামড় দেয়। পরে বাদশা শেখ নিজেই স্থানীয় এক কবিরাজের কাছে যান। সেখানে তিনি অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে মোটরসাইকেলে করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ইউপি সদস্য মোঃ আনেচ খাঁ বলেন, আমার এলাকার কৃষক বাদশা শেখ সাপের কামড়ে মারা গেছেন। হঠাৎ ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় একাধিকবার রাসেল ভাইপার দেখা গেছে, যা চরাঞ্চলের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করেছে।



















