কালুখালীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ৫ ডাকাত সদস্য গ্রেফতার..

Sujat Molla avatar   
Sujat Molla
কালুখালীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ৫ ডাকাত সদস্য গ্রেফতার

রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল এলাকায় যৌথ বাহিনীর পরিচালিত এক অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং ডাকাতির সরঞ্জামসহ চিহ্নিত ডাকাত ও চাঁদাবাজ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

 

শ‌নিবার ২৪ মে ২০২৫, রাত আনুমানিক ০৩:০০ ঘটিকায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর রাজবাড়ী আর্মি ক্যাম্প এর একটি আভিযানিক দল কালুখালী থানা পুলিশের সমন্বয়ে জামালপুর ইউনিয়নের সাওরাইল গ্রামে মজনু গ্রুপের সক্রিয় সদস্যদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করে।

 

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন:. মোঃ মজিবুর রহমান, সাজেদা বেগম, আবু সায়েম, মোঃ সুলতান আলী মোল্লা জসিম মণ্ডল।

 

এ‌দের মধ্যে মোঃ মজিবুর রহমানের বসতঘরে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়: ১টি ৯ মি.মি. পিস্তল (মেড ইন ইউএসএ), ১টি পিস্তলের ম্যাগাজিন, ১৫ রাউন্ড তাজা গুলি, ৩টি ওয়ান শুটার বন্দুক, ১টি ব্যাটন, ২টি ছুরি, ১টি হকি স্টিক, ৩টি স্মার্টফোন, ৩টি বাটন ফোন, ৩টি জাতীয় পরিচয়পত্র, ২টি চেকবই, ২টি মদের বোতল, ২টি এটিএম কার্ড, ৩টি পাসপোর্ট, ১টি লেজার পয়েন্টার, ১টি ড্রাইভিং লাইসেন্স।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা মজনু গ্রুপের হয়ে দীর্ঘদিন ধরে পাংশা ও কালুখালী উপজেলায় সংঘবদ্ধ চাঁদাবাজি ও সশস্ত্র ডাকাতি চালিয়ে আসছিল।

 

অভিযান শেষে গ্রেফতারকৃত আসামিদের এবং উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালুখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এলাকাবাসীর ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে এ চক্রটি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছিল।

 

যৌথ বাহিনীর এই সফল অভিযান এলাকায় স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরিয়ে এনেছে, বলে স্থানীয়দের মন্তব্য।

没有找到评论


News Card Generator