কালিয়াকৈরে ৩০২বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার -২ জন

Al Mamun Gazi avatar   
Al Mamun Gazi
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকা থেকে শনিবার ভোর রাতে ৩০২বোতল ফেনসিডিলসহ দুই ফেনসিডিল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।..

গ্রেফতারকৃতরা হলেন,কিশোরগঞ্জের নিকলী এলাকার ধনু মিয়ার ছেলে জীবন মিয়া (৩৫)অপরজন হলেন, লালমনিরহাটের আব্দুল আজিজের ছেলে জামরুল ইসলাম (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মত শনিবার ভোর রাতে পুলিশ চুরি ডাকাতি ছিনতাই রোদে টহল দিচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বক্তারপুর এলাকায় কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ:মান্নান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন কালিয়াকৈর থানার উপ পরিদর্শক 

 এসআই ইউসুফ আলী, এসআই জাহাঙ্গীর আলম, এসআই সানোয়ার, এসআই রেজাউল ও এএসআই মিজানুর রহমান। এ অভিযানে একটি কাভার্ড ভ্যান ও ৩০২বোতল ফেনসিডিল দুই ফেনসিডিল ব্যবসায়ীকে গ্রেফতার করে থানা পুলিশ ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ:মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০২ বোতল ফেনসিডিলসহ দুই ফেনসিডিল ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। 

لم يتم العثور على تعليقات