কালিগঞ্জে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ মে '২৫) বিকাল ৫টায় উপজেলা বিএনপির কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান। সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

আলোচনায় প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিজ্ঞ পিপি অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রচার সম্পাদক কিসমাতুল বারী, সাবেক দপ্তর সম্পাদক ইউপি সদস্য শেখ খায়রুল আলম, সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান বাবু, সাবেক সহ দপ্তর সম্পাদক শেখ রবিউল ইসলাম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুস সামাদ, সদস্য সচিব আমিনুর রহমান আঙ্গুর, ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব শহিদুল ইসলাম, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কাজী হুমায়ুন কবির ডাবলু, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল, সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এসএম সেলিম আহমেদ, সদস্য সচিব কাজী আবু সাঈদ সাইদ সোহেল, উপজেলা শ্রমিক দলের সভাপতি সেলিম হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, যুগ্ম আহ্বায়ক আল মামুন।

এছাড়া বিভিন্ন ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ জহুরুল ইসলাম।

Nema komentara


News Card Generator