close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কালিগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের পরিবার অজ্ঞান পার্টির কবলে, লুট ১০ লাখ টাকার মালামাল"..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
****

কালিগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের পরিবার অজ্ঞান পার্টির কবলে, লুট ১০ লাখ টাকার মালামাল"

এস এম তাজুল হাসান সাদ, স্টাফ রিপোর্টার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সফিকুল ইসলাম (সফি) ও তার পরিবারের সদস্যরা অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার দেয়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা অতি কৌশলে বাড়ির প্রাচীর টপকে গেটের ভেতরে প্রবেশ করে রান্নাঘরে রাখা খাবারে চেতনা নাশক মিশিয়ে দেয়। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে খাবার গ্রহণের পর সফিকুল ইসলাম (৬৫), তার স্ত্রী শাহানারা বেগম ও ছেলে সাহিদুল ইসলাম অজ্ঞান হয়ে পড়েন।

পরবর্তীতে দুর্বৃত্তরা দ্বিতল ভবনের নিচ তলার জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে। তারা আলমারির ড্রয়ার ভেঙে নগদ পাঁচ লক্ষ টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান সামগ্রীসহ মোট ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয়রা বিষয়টি টের পেয়ে কালিগঞ্জ থানা পুলিশকে খবর দেন। কালিগঞ্জ থানার এসআই সুদেব পাল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে, অসুস্থ অবস্থায় সফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা বর্তমানে প্রাথমিকভাবে গ্রাম্য চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন।

ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে সাবেক ইউপি চেয়ারম্যান ও জাতীয় পার্টির ইউনিয়ন সভাপতি আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান, সমাজসেবক আব্দুর রব, ইউনিয়ন বিএনপির যুবনেতা আবু হাসনাতসহ শত শত স্থানীয় মানুষ তাদের বাড়িতে ছুটে যান।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

לא נמצאו הערות