কালিগঞ্জে প্রধান শিক্ষক আল-আমিনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
সাতক্ষীরার কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-আমিনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় চত্বর থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী এবং শতাধিক অভিভাবক অংশ নেন।
অভিভাবকরা বলেন, প্রধান শিক্ষক আল-আমিন একজন সদাচারী, দায়িত্বশীল ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক। তার আন্তরিকতা ও পাঠদানের দক্ষতায় বিদ্যালয়ের শিক্ষার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। শিক্ষার্থীদের পড়ালেখা, শৃঙ্খলা ও বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ রক্ষায় তিনি অত্যন্ত সফল ভূমিকা পালন করেন। এমন আদর্শ শিক্ষকের বদলি অযৌক্তিক বলে মন্তব্য করেন তারা।
শিক্ষার্থীরা জানান, “স্যার আমাদের খুব ভালোবাসেন। পড়ালেখায় যত্ন নেন। আমরা তাকে এই বিদ্যালয়েই চাই।” তারা বদলির আদেশ দ্রুত প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগানও দেন।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
কালিগঞ্জে প্রধান শিক্ষক আল-আমিনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন..
Geen reacties gevonden



















