close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কালীগঞ্জে মাদকাসক্ত ৩ যুবককে কারাদণ্ড

Md. Rayhana Mahamud avatar   
Md. Rayhana Mahamud
****

 

কালীগঞ্জে মাদকাসক্ত ৩ যুবককে কারাদণ্ড

মোঃ রায়হান মাহামুদ, কালীগঞ্জ(গাজীপুর)প্রতিনিধিঃ


গাজীপুরের কালীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে গাজাঁ সেবনের দায়ে তিন মাদকাসক্ত যুবককে অর্থদন্ডসহ কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৌরসভার দড়িসোম এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় গাঁজা সেবনরত অবস্থায় তিন যুবককে গ্রেপ্তার করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় একশত টাকা করে জরিমানা এবং এক জনকে ৪ মাস ও দুই জনকে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। 

আসামীরা হলেন পৌর এলাকার ৪নং ওয়ার্ড দড়িসোম এলাকার মোঃ আলম মিয়ার পূত্র আমিনুল ইসলাম আপন (২২), মুনসেফপুর এলাকার পরিমল শীলের ছেলে সুবল শীল (৩৬) এবং আরিফ খন্দকারের পূত্র আশিক খন্দকার  (২৬)। 

মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউটর হিসেবে সহযোগীতা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক, বেঞ্চ সহকারী মোঃ আলামিন ভূঁইয়া, পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।

 

মোঃ রায়হান মাহমুদ 
০১৭৩৪৭০৯৯৭৯

 

لم يتم العثور على تعليقات


News Card Generator