close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কালিগঞ্জে জামায়াতের শিক্ষা শিবিরে নেতৃত্ব বিকাশের আহ্বান..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
কালিগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে, যেখানে নেতৃত্ব বিকাশের উপর গুরুত্বারোপ করা হয়..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: 

বাংলাদেশ জামায়াতে ইসলামী, কালিগঞ্জ উপজেলার উদ্যোগে ইউনিট পর্যায়ের দায়িত্বশীলদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১মে-২০২৫) উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের চৌমুহনী অবস্থিত রংধনু কমিউনিটি সেন্টারে এ শিবির অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে উপজেলা আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর ও সাতক্ষীরা-০৩ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, আগড়দাঁড়ী কামিল মাদরাসার অধ্যক্ষ মুহাদ্দিস রবিউল বাশার।


প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “মানুষ সাধারণত জীবনকে ভালোবাসে, তবে জাহান্নাম থেকে রেহাই পেতে হলে শাহাদাতের মৃত্যু কামনা করা উচিত। শহীদ আবু সাইদসহ অনেকের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেয়েছি। ভবিষ্যতের ফ্যাসিবাদকেও শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে রুখে দিতে হবে।” প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন  সাতক্ষীরা জেলা জামায়াতের  সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান  তিনি বলেন স্বাধীনতা পরবর্তী দু:শাসন ও অনিয়মের বিবরণ তুলে ধরে ৭১ ও ২৪ এর স্বাধীনতার অকুতভয় সৈনিকদের মহান ত্যাগের কথা উপস্থিত সবাইকে স্বরণ করিয়ে দিয়ে ইসলামী মূল্যবোধ দেশপ্রেম ও জনকল্যাণ মূলক সমাজ বিনির্মানে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। শিক্ষা শিবিরটিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী গাজী নজরুল ইসলাম। তিনি প্রতিটি ওয়ার্ড, গ্রাম এবং ইউনিটকে জামায়াতে ইসলামীর এক একটি দূর্গ হিসেবে গড়ে তুলে নিজেদেরকে সৎ দায়িত্বশীল ও গ্রহণযোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করে আগামী নির্বাচনে সৎ লোকের শাসন ও আল্লাহর আইন বাস্তবায়নে জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর প্রার্থীরা বিজয়ী হতে পারে সে লক্ষ্যে সবাইকে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানটিতে আরও বক্তব্য রাখেন জেলা বাইতুল মাল সেক্রেটারি অধ্যাপক মোজাম্মেল হক জেলা অফিস সেক্রেটারি রুহুল আমিন, জেলা শুরা সদস্য মাওলানা কাজী মুজাহিদুল আলম প্রমুখ। দিনব্যাপী এ শিক্ষা শিবিরে উপজেলার প্রায় ৪৫০ জন ইউনিট দায়িত্বশীল অংশগ্রহণ করেন। শিবিরে আদর্শিক, সাংগঠনিক ও নেতৃত্ব বিকাশ বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

कोई टिप्पणी नहीं मिली