জুলাই ওয়ারিয়স হেডলাইনে একটি আবেদন
পত্র নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ
মাধ্যম ও জুলাই আন্দোলনে অংশগ্রহণ
কারীদের মাঝে দেখা দিচ্ছে এক নতুন আশঙ্কা।
গত ১লা জুন দিনাজপুর জেলার খানসামা
উপজেলা নির্বাহী অফিসার এর নিকট জুলাই
ওয়ারিয়স নামে এক সংগঠন ঈদ উপলক্ষে
জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদান প্রদানের
আবেদন করেন। উক্ত আবেদন পত্র টি নিয়ে
সামাজিক যোগাযোগ মাধ্যমে ও অনেক
জুলাই যোদ্ধাদের মনেই প্রশ্ন যে এই আর্থিক
অনুদান কারা পাবে।জুলাই আন্দোলনে
বাংলাদেশের সকল স্তরের মানুষ অংশগ্রহণ
করেছে আন্দোলন পরবর্তী সময়ে অনেকে
যোগ দিয়েছে জুলাই ওয়ারিয়স ও বিভিন্ন নামে
কিছু সংগঠনে এখন এই সংগঠন গুলো
জুলাই যোদ্ধাদের নামে বিভিন্ন উপায়ে
চাঁদাবাজি করতেছে বলে অভিযোগ জুলাই
যোদ্ধাদের।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
Ingen kommentarer fundet