চাঁদপুর জেলা সংবাদদাতাঃ জুলাই বিপ্লবের শহীদ মতলব উত্তর উপজেলার সুজন খানের পরিবারকে চাঁদপুর জেলা জামায়াতের পক্ষ থেকে ২ লাখ টাকা নগদ অর্থ প্রদান করা হয়েছে। গতকাল সকালে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার হাসিমপুর গ্রামে শহীদের নীজ বাড়ীতে আয়োজিত অনুস্ঠানে এ আর্থিক সহয়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য,চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, চাঁদপুর-২ আসনের জামায়াতের মনোনীত এমপি নমিনি বিশিষ্ট চিকিৎসক ডাঃ আবদুল মবিন, মতলব উত্তর উপজেলা আমীর দেওয়ান আবুল বাশার, মতলব দক্ষিন উপজেলা আমীর আবদুর রশীদ পাটওয়ারীসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ। এসময় শহীদ সুজন খানের বাবা মা সহ পরিবার সদস্যগন এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
জুলাই বিপ্লবের সুজন খানের পরিবারকে চাঁদপুর জেলা জ ২ লাখ টাকা আর্থিক সাহায্য প্রদান..


Không có bình luận nào được tìm thấy