রাজশাহীতে অনুষ্ঠিত দৈনিক আমার দেশ পত্রিকার রাজশাহী ও রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে ড. মাহমুদুর রহমান জুলাই বিপ্লবের চেতনাকে জাগ্রত রাখতে সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শহীদ আবু সাঈদ ও ওয়াসিমসহ জুলাই বিপ্লবে আত্মদানকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমার দেশ পত্রিকা ফ্যাসিবাদ, ভারতীয় আধিপত্যবাদ এবং আমেরিকার কাছে মাথা নত করেনি এবং করবে না। আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করার প্রশ্নই আসে না।
এদিকে, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের সময় ক্ষমতাসালীদের শত্রু হিসেবে দাঁড়ানোর প্রসঙ্গে মাহমুদুর রহমান বলেন, ক্ষমতাসালীরা কেবল সরকার নয়, বরং রাজনৈতিক দল, বড় ব্যবসায়ী এবং সন্ত্রাসীরা শক্তিশালী। তবে তাদের ভয় পাওয়ার কিছু নেই। সাহসিকতার সাথে সত্য লিখতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে, তার পত্রিকাকে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের পত্রিকা বলে ট্যাগ লাগানো হয়েছে। কিন্তু আমার দেশ কোনো দলের পত্রিকা নয়। এটি বাংলাদেশের সাধারণ জনগণের পত্রিকা এবং সত্য ও ন্যায়ের পক্ষে সবসময় কথা বলবে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ’র নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী এবং মফস্বল সম্পাদক আবু দারদা যোবায়ের। সম্মেলনটি সঞ্চালনা করেন আমার দেশের রাজশাহী ব্যুরো প্রধান মইন উদ্দিন।
রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে), রাজশাহী জেলার আমার দেশ পাঠক মেলা এবং বিভিন্ন জেলার প্রতিনিধিরা মাহমুদুর রহমানকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এসময় উপস্থিত প্রতিনিধিরা তাদের নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং পত্রিকার মাধ্যমে সেই সমস্যাগুলোকে জাতীয় পর্যায়ে তুলে ধরার প্রতিশ্রুতি দেন।
ড. মাহমুদুর রহমান আরও বলেন, সাংবাদিকদের নৈতিক দায়িত্ব হলো সত্য প্রকাশ করা এবং সমাজের অবস্থা তুলে ধরা। পত্রিকার প্রতিনিধি ও সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সমাজের চোখ ও কান। আপনাদের মাধ্যমে দেশের মানুষ সঠিক তথ্য পায়। তাই সত্য ও ন্যায়ের পক্ষে অটল থাকুন।