জুলাই বিপ্লব ঘোষণাপত্র নিয়ে সম্প্রতি দেশে বেশ কিছু গুঞ্জন ও আলোচনা চলছে। তবে এ বিষয়ে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে নিশ্চিত করেছেন প্রেস সচিব।
প্রেস সচিব এক সরকারি বিবৃতিতে জানান, "জুলাই বিপ্লব ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণভাবে একটি স্বতন্ত্র উদ্যোগ এবং সরকার এ বিষয়ে কোনো ধরনের অনুমোদন বা সমর্থন দেয়নি।"
এ ধরনের গুঞ্জন ছড়িয়ে দেশের শান্তি বিনষ্ট করার চেষ্টা করা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলেও সতর্ক করেন তিনি।
এদিকে বিশেষজ্ঞরা মনে করছেন
Không có bình luận nào được tìm thấy



















