close

লাইক দিন পয়েন্ট জিতুন!

জুলাই আন্দোলন: সাবেক মন্ত্রী-সাংসদসহ সাতজনকে গ্রেফতার দেখানোর আদেশ..

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক রাজধানীর ২ থানার পৃথক ৩ হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৭ জনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত..

সংবাদ, ২১ জুলাই ২০২৪

জুলাই আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের হওয়া পৃথক দুই মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য সাদেক খান এবং আইনজীবী ও সংসদ সদস্য সায়েদুল হক সুমনসহ সাতজনকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২১ জুলাই ২০২৪) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তারা আসামিদের আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করেন, যা আদালত মঞ্জুর করেন।

মোহাম্মদপুরে গুলি, রোকনের মামলায় পাঁচজনকে গ্রেফতার দেখানো

মোহাম্মদপুর থানায় শাহরিয়া হোসেন রোকন হত্যাচেষ্টা মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আতিকুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার অভিযোগপত্র অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরের ময়ূর ভিলার রাস্তায় বেলা ১১টায় জুলাই আন্দোলনের অংশ হিসেবে রোকন উপস্থিত হলে আসামিদের ছোঁড়া গুলিতে তার বাম পায়ে আঘাত লাগে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে ৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে রোকনের বাবা মনির হোসেন মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

আইনজীবীকে গুলির ঘটনায় সুমনের বিরুদ্ধে মামলা

অন্যদিকে, মুগদা থানাধীন এলাকায় আইনজীবী আব্দুল আছেত শামীমের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া আরেকটি মামলায় সায়েদুল হক সুমনকে গ্রেফতার দেখানো হয়েছে। এজাহার থেকে জানা যায়, ২০২৪ সালের ১৮ জুলাই আদালতের কাজ শেষে বাসায় ফেরার পথে মুগদার বাবু ডাক্তারের গলিতে পৌঁছালে আসামিদের ছোঁড়া রাবার বুলেট তার হাত, কপাল, বুক, চোয়াল ও পেটে আঘাত হানে। পরে ২০ আগস্ট তিনি মুগদা মেডিকেলে চিকিৎসা নেন। এরপর ১ সেপ্টেম্বর ২০২৪ সালে তিনি মুগদা থানায় মামলা করেন। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৫১ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে, যেখানে সুমন ২৫ নম্বর আসামি।

মামলাগুলোর অগ্রগতি

দুই মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ সংক্রান্ত অন্যান্য মামলাগুলো বিশেষ জজ আদালতে বদলির আদেশ দিয়েছেন আদালত।

No comments found