যুদ্ধবিরতি চুক্তি হলে নেতানিয়াহুর জোটে ভাঙনের শঙ্কা!

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
গাজা যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ভাঙনের মুখে পড়তে পারে। কট্টর ডানপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গ
গাজা যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ভাঙনের মুখে পড়তে পারে। কট্টর ডানপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গভির এই চুক্তির তীব্র বিরোধিতা করে জোট ছাড়ার হুমকি দিয়েছেন। টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, বেন গভির সোমবার (১৪ জানুয়ারি) দাবি করেছেন, তিনি বারবার হামাসের সঙ্গে সম্ভাব্য চুক্তি ব্যর্থ করেছেন। এছাড়া, তিনি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচকে তার সাথে যুক্ত হয়ে চুক্তি রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেনবেন গভির বলেন, “যদি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়, তাহলে আমরা জোট ছেড়ে দেবো। এটি হামাসের কাছে আত্মসমর্পণের সমান।তবে তিনি উল্লেখ করেছেন, বিরোধী দলে গেলেও তারা নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করবেন না। বেন গভির ও স্মোটরিচ গাজায় হামাসবিরোধী কঠোর পদক্ষেপের পক্ষে এবং যুদ্ধবিরতির চুক্তিকে “অবৈধ” বলে অভিহিত করেছেন।এদিকে, জিম্মিদের আত্মীয়রা নেতানিয়াহুর দীর্ঘসূত্রিতার সমালোচনা করে বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্যই তিনি গাজায় চুক্তি করতে বিলম্ব করছেন। সংশ্লিষ্টদের মতে, জোটে ফাটল ধরলেও যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা জোরালো। ঘটনা প্রবাহ: গাজা যুদ্ধবিরতি চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে। হামাস ৩৩ জন জিম্মি মুক্তি দিতে সম্মত। ইসরাইলি মন্ত্রিসভায় চুক্তি নিয়ে তীব্র মতবিরোধ।
Ingen kommentarer fundet


News Card Generator