যুদ্ধ থামবে না, যদি ইসরায়েল ধ্বংস না হয়” — স্পষ্ট বার্তা ইরানের প্রেসিডেন্টের!..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ইরান-ইসরায়েল যুদ্ধের ভয়াবহ রূপে কাঁপছে মধ্যপ্রাচ্য। আন্তর্জাতিক চাপ সত্ত্বেও পেজেশকিয়ান জানিয়ে দিলেন, ইসরায়েলের নিঃশর্ত সমাপ্তি ছাড়া যুদ্ধ থামবে না! হামলা চলছে দুই দিকেই—আগুন, ক্ষেপণাস্ত্র আর আতঙ্কে প..

মধ্যপ্রাচ্যে ক্রমাগত উত্তেজনার পরিণতিতে ভয়ঙ্কর আকার নিচ্ছে ইরান-ইসরায়েল যুদ্ধ। প্রতিদিনই হামলা ও পাল্টা হামলায় রক্ত ঝরছে দুই দেশের মাটিতে। ক্ষয়ক্ষতির পাহাড় জমেছে। তবুও যুদ্ধ থেমে নেই—বরং প্রতিনিয়ত আরও তীব্র হচ্ছে।

এই যুদ্ধ থামাতে পশ্চিমা বিশ্ব মরিয়া হয়ে উঠলেও, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের নিঃশর্ত সমাপ্তি না হলে কোনো শান্তি বা সমঝোতার প্রশ্নই আসে না।

তিনি শুক্রবার ‘এক্স’ (সাবেক টুইটার) এ পোস্ট করে বলেন —ইসরায়েল আক্রমণ বন্ধ না করলে, যুদ্ধ বন্ধ হবে না। বরং আমরা আরও কঠিন ও ভয়াবহ পদক্ষেপ নিতে বাধ্য হবো।

এই সংঘাত নিয়ে এক নতুন মাত্রা যুক্ত করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ-সম্পর্কিত সিদ্ধান্ত নিতে দুই সপ্তাহ সময় চেয়েছেন।

ইরানকে শান্ত করতে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি-র সঙ্গে বৈঠক করলেও কোনো সমঝোতার ছোঁয়া মেলেনি। দুই পক্ষই একে অপরকে দোষারোপ করেছে।

শুক্রবার দিনভর তীব্র সংঘর্ষ হয়েছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা হয়। শহর হাইফায় ১৭ জন ইসরায়েলি আহত হন, যার মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক

বিরশেবা শহরে একাধিক ভবন ধসে পড়ে, যানবাহন ভস্মীভূত হয়। এক জায়গায় ক্ষেপণাস্ত্রের আঘাতে রাস্তার মাঝখানে বিশাল গর্ত তৈরি হয়।
ইরানের দাবি—ইসরায়েলের সামরিক গোয়েন্দা ঘাঁটিতে তারা নিখুঁত হামলা চালিয়েছে।

অন্যদিকে ইসরায়েলও চুপ থাকেনি। ইরানের এক পরমাণুবিজ্ঞানীকে হত্যার দাবি উঠেছে ইসরায়েলি হামলায়। যদিও স্বাধীনভাবে এই তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আবারও ইরানে হামলা জোরদার করার নির্দেশ দিয়েছেন। পাল্টা বার্তায় তেহরান হুঁশিয়ার করেছে—যদি তৃতীয় কোনো পক্ষ এই সংঘাতে জড়ায়, তাহলে তার পরিণতি হবে ভয়ঙ্কর। আমরা কাউকে ছাড় দেব না।

শুক্রবার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তেহরানের রাস্তায় লাখ লাখ মানুষ বিক্ষোভে অংশ নেয়। এই জনস্রোত ইঙ্গিত দেয়—ইরানের জনগণও এই লড়াইয়ে সরকারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।

এই মুহূর্তে ইরান-ইসরায়েল যুদ্ধ একটা বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছে। পশ্চিমা বিশ্বের কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ। যুক্তরাষ্ট্রও সিদ্ধান্তহীনতায় ভুগছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে—ইসরায়েলকে ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধ চলবে।

Aucun commentaire trouvé