close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

যথাযোগ্য মর্যাদায় পূর্বধলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Md Uzzal Mia avatar   
Md Uzzal Mia
নেত্রকোনার পূর্বধলায় মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।..

 

নেত্রকোনার পূর্বধলায় মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের যৌথ উদ্যোগে রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ তালুকদারের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান খানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মো. দিদারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক, সমাজসেবা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা তানজিম মোস্তফাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক ও সাংবাদিকরা।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান—বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালায়। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ। তাদের আদর্শ ও চেতনাকে ধারণ করে দেশ গঠনে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে বলে বক্তারা মন্তব্য করেন।

আলোচনা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Ingen kommentarer fundet


News Card Generator