এঘটনায় তার প্রতিবেশী সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা নুরুল মোহাইমেন লকেট এর বিরুদ্ধে জীবনের নিরাপত্তা চেয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সাংবাদিক জাহিদুল কবীর মিল্টনকে হত্যার হুমকি ও পরিবারের নিরাপত্তা বিঘ্নিত করার ঘটনায় ১৯ এপ্রিল শনিবার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)। সংগঠনের এক বিবৃতিতে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ নেতৃবৃন্দ এই নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি সাংবাদিক মিল্টনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সাথে নেতৃবৃন্দ সাংবাদিক মিল্টনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুলিশ প্রশাসনের প্রতি যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
সাংবাদিক মিল্টন জানিয়েছেন, তাকে হত্যার হুমকির ঘটনায় গত ১৫ এপ্রিল তিনি কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।
এতে বলা হয়েছে, সাংবাদিক মিল্টনের প্রতিবেশী যশোর উপশহর ডি-ব্লকের বাসিন্দা সাবেক সেনা কর্মকর্তা কাজী নুরুল মোহাইমেন লকেট তার (মিল্টন) বাড়ি গেটের সামনে ইচ্ছাকৃতভাবে শত্রুতামূলক সিসি ক্যামেরা স্থাপন করেছে। এতে তার নিরাপত্তা বিঘ্নিতসহ গোপনীয়তা লংঘন হচ্ছে। এই বিষয়ে তিনি গত ১২ এপ্রিল কোতয়ালি থানায় লিখিত অভিযোগ করেন। ১৩ এপ্রিল বিভিন্ন অনলাইন ও দৈনিক পত্রিকায় 'যশোর উপশহরে সাবেক সেনা কর্মকর্তার অবৈধ কর্মকান্ডে এলাকাবাসি অতিষ্ট' শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এতে নুরুল মোহাইমেন লকেট তার ওপর ক্ষুব্ধ হয়। এরই জের ধরে ১৪ এপ্রিল রাত ৮ টা ৪২ মিনিটে ০১৭১০৯২৮৮৪৪ নম্বর মোবাইল থেকে তার ছোট ভাই মিরাজুল কবীর টিটোর ০১৭৩২০৩২২৫৫ নাম্বরে কল করে তাকে (মিল্টন) দেখে নেয়ার হুমকি প্রদান করেন।
মিল্টন জিডিতে আরও উল্লেখ করেছেন, গত ১৫ এপ্রিল বিকেল ৫ টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে শহরে যাওয়ার পথে ঘোপ সেন্ট্রাল রোড কবর স্থানের সামনে পৌঁছালে ৩/৪ জন অজ্ঞাত ব্যক্তিরা তার মোটর সাইকেলের গতিরোধ করে প্রাননাশের হুমকি দেয়। অজ্ঞাতরা তাকে বলে মানুষের নামে রিপোর্ট করিস। এরপর রিপোর্ট করলে প্রাণে মেরে ফেলবো মর্মে বিভিন্ন হুমকি প্রদর্শন করেন। মিল্টনের ধারনা নুরুল মোহাইমেন লকেটের ভাড়াটিয়া সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
Không có bình luận nào được tìm thấy



















