গাছের সাথে এ'কেমন শত্রুতা..
দেশের বাইরে থেকে আমদানীকরা উন্নজাতের কাঁঠাল, কদবেল, মাল্টাসহ বিভিন্ন প্রজাতীর ফলের (মাদার) গাছ রাতের আঁধারে কেটে নষ্ট করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
এরফলে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতিসাধীত হয়েছে বলে দাবী নার্সারী মালিকের। ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অর্ন্তগত হাটবিলা দক্ষিণপাড়া এলাকার নিউ বস ব্রিকসের সামনে কামরুজ্জামান দফাদারের ছেলে মোঃ ইমন হোসেনের নার্সারী বাগানে। বাণিজ্যিক ভাবে গড়ে ওঠা ওই নার্সারীতে প্রতিদিনের মত ঘটনার দিনও সকালে যেয়ে দেখতে পান বিদেশ থেকে আমদানীকৃত (মাদার) চারা উৎপাদনের জন্য নির্দিষ্ট উন্নত প্রজাতীর কাঁঠাল, কদবেল ও মাল্টা গাছ গুলো রাতের আধারে কে বা কারা প্রতিটা মাদার গাছের মাঝ বরাবর দুমড়ে-মুচড়ে ভেঙ্গে ফেলে ফেলে রাখা। এতে করে আনুমানিক প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবী করেন নার্সারী মালিক ইমন হোসেন। তিনি বলেন পূর্বশত্রুতার জের ধরে এধরনের কর্মকান্ড ঘটাতে পারে বলে ধারনা করছে। স্থানীয়রা বলেন এমন অন্যায় কর্মকান্ড যেই করুক না কেন চরম অন্যায় করেছে। এই অপরাধীকে আইনের আওতায় আনার দাবীতে প্রশাসনের দৃষ্টি কামনা করেন।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
যশোরের রূপদিয়ায় ইমন নার্সারীতে বিদেশী জাতের ফলের গাছ বিনষ্ট; দুই লক্ষ টাকার ক্ষতি।..


Không có bình luận nào được tìm thấy