যশোরের নিউমার্কেট এলাকায় বাসার সামনে মোটরসাইকেল রাখতে নিষেধ করায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে যখম; থানায় মামলা!..

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
যশোরের নিউমার্কেট এফব্লক এলাকায় বাসা-বাড়ির সামনে মোটরসাইকেল রাখতে বারন করায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করেছে এক প্রতিবেশী।..

রাসেল মাহমুদ।। বাড়ির সামনে মোটরসাইকেল রাখতে নিষেধ করায় যশোরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করেছে এক প্রতিবেশী। ঘটনাটি ঘটে ১ এপ্রিল সকাল ১১ টার দিকে। যশোরের নিউমার্কেট এফব্লক এলাকায়। এঘটনায় আজ বৃহস্পতিবার দুই ভাইয়ের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও দুইজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের হয়েছে। আসামিরা হলেন, নিউমার্কেট এফব্লক এলাকার মৃত বাবুলের দুই ছেলে শামীম ও তামিম। তবে, এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ আটক হয়নি। ভুক্তভোগি গৃহবধূ মনিরা খাতুন মামলায় উল্লেখ করেন, আসামিরা প্রায় সময় তাদের ভাড়াবাড়ির গেটের সামনে মোটরসাইকেল রাখতেন। এতে করে তাদের চলাচলের বেশ সমস্যা হতো। বিষয়টি নিয়ে বাড়ির মালিককেও অভিযোগ করেন। কিন্তু আসামিরা কোনো কর্ণপাত করেন নি। সর্বশেষ গত ১ এপ্রিল সকাল ৯টায় আসামীরা ফের বাড়ির সামনে মোটরসাইকেল রাখেন। এসময় বাদী ও তার স্বামী প্রতিবাদ করেন। আসামিরা এসময় অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে দা-রড, লাঠিসোটা নিয়ে স্বামী-স্ত্রীর উপর হামলা চালায়। এসময় তার স্বামী আব্দুল হামিদের মাথায় দা দিয়ে কোপ মারে। এতে তার স্বামী হামিদ গুরুতর জখম হন। তাকে ঠেকাতে গেলে বাদীকেও মারপিট ও জখম করে। এক পর্যায়ে বাদীর গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই দেবাশীষ হালদার বলেন, অপরাধীদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator