close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

যশোরের নাভারণে বাস ও কারের মুখোমুখি সংঘর্ষ; অল্পের জন্য প্রাণে রক্ষা।..

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
রাসেল মাহমুদ।। ২৪ মার্চ দুপুরের দিকে যশোরের নাভারণ নামকস্থানে ঢাকাগামী যাত্রীবাহী বাস ও বেনাপোল গামী একটি প্রাইভেট কারের সংঘর্ষের ঘটনা ঘটে।..

যশোরের নাভারণ কলাগাছী ও চারাতলার মাঝামাঝি মহিতুর তেল পাম্পের সামনে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সোমবার ২৪ মার্চ দুপুরের দিকে ঢাকাগামী হামদান পরিবহন যার নাম্বার যশোর-ব ১১-০২৮০ ও বেনাপোলগামী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। তবে সৌভাগ্যক্রমে দুর্ঘটনায় কেউ হতাহতেরর ঘটনা না ঘটলেও বাস ও প্রাইভেট কারটি ক্ষতিগ্রস্থ হয়েছে।

এ বিষয়ে নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান রোকন বলেন, "দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং আটকে পড়া যান চলাচল স্বাভাবিক রাখার ব্যবস্থা করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি বা অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত সহায়তায় এগিয়ে আসেন, যার ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Geen reacties gevonden


News Card Generator