close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

যশোরে সহপাঠিকে ধর্ষনের অভিযোগে কলেজ ছাত্র আটক।

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
যশোর এমএম কলেজের সহপাঠিকে ধর্ষণের দায়ে স্বপ্নীল নামের এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।..

যশোরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফনান তাহসিন স্বপ্নীল নামের এক ছাত্র'কে আটক করেছে পুলিশ। বুধবার যশোর শহরের শিল্পকলা অ্যাকাডেমির সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে। স্বপ্নীল বেনাপোল পোর্ট থানার বড় আচঁড়া গ্রামের আজমত আলীর ছেলে। এবং যশোর এমএম কলেজের ইংরেজি সাহিত্যের প্রথম বর্ষের শিক্ষার্থী।

এ ঘটনায় ভুক্তভুগী একই কলেজের শিক্ষার্থী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভুগী কলেজ ছাত্রী অভিযোগে উল্লেখ করেন, তিনি যশোর এমএম কলেজের লেখাপাড়ার সুবাদে শহরের একটি মেসে থাকেন। স্বপ্নীলও শহরের একটি মেসে থাকে। কলেজ ক্যাম্পাসে স্বপ্নীলে সাথে পরিচয় এবং প্রেম হয়। গত ৪ এপ্রিল রাত ১১টার দিকে স্বপ্নীল ফোন দিয়ে জানায় তার আম্মা অসুস্থ। তাকে দেখভালের জন্য বাড়িতে কেউ নেই। তাই তাকে তার বাড়িতে আসতে বলেন স্বপ্নিল। তিনি মানবিক কারনে পরদিন সকালে ট্রেনে করে বেনাপোলে স্বপ্নীলের যান। সেখানে যেয়ে দেখেন স্বপ্নীলের মা কিছুটা অসুস্থ। ওইদিন রাত ১১টার দিকে স্বপ্নীল সোফার রুম থেকে কৌশলে তার রুমে নিয়ে যায়। এবং রুমে নিয়ে দুইদফা ধর্ষণ করে। পরদিন সকালে স্বপ্নীলের মাকে (ভুক্তভুগী) সব জানালে তিনি মানসম্মানের ভয়ে ঘটনাটি চেপে যেতে বলেন। আরো বলে যেহেতু স্বপ্নীলের সাথে তার বিয়ে হবে সেহেতু বিষয়টা এখন কাউকে কিছু জানানোর দরকার নেই বলে চেপে যেতে বলেন।

এরপর ১০ এপ্রিল দুপুরে সরি বলার জন্য স্বপ্নীল তাকে তার রুমে ডেকে নিয়ে যায়। এবং বলে তার সাথে যা কিছু হয়েছে তা ভিডিও করে রাখা হয়েছে। কিছু বললে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হবে। এই বলে ফের ধর্ষণ করে। তিনি বিষয়টি ফের স্বপ্নীলের মাকে বলেন। কিন্তু কোনো প্রতিকার পাননি। ১৫ এপ্রিল ফের তিনি তার মেসে গিয়ে বিয়ে করার জন্য চাপ দেন। কিন্তু মেস মালিকসহ বেশ কয়েকজনের সামনে তাকে মারপিট করে তাড়িয়ে দেয়া হয়। তিনি যশোর জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে থানায় মামলা করেন।

এ বিষয়ে কোতয়ালি থানার এসআই দেবাশীষ হালদার জানিয়েছেন, মামলা হওয়ার পর গত বুধবার দুপুরে জেলা শিল্পকলা অ্যাকাডেমির সামনে থেকে স্বপ্নীলকে আটক করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator