বিনয় কৃষ্ণ মল্লিক কর্তৃক দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের দাবি জনিয়েছেন যশোর জেলা পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দ। বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এ দাবি জানান।এতে লিখিত বক্তব্যে সদর উপজেলা পূজা পরিষদের সভাপতি রবিন কুমার পাল বলেন, ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে বিনয় কৃষ্ণ মল্লিক জেলা পূজা পরিষদের নেতৃবৃন্দের নামে মামলা দায়ের করেছেন। জেলা পূজা পরিষদের সভাপতি দীপংকর দাস রতন ও সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত না থাকার অঙ্গিকার করেই নির্বাচন করেছিলেন এবং রাজনৈতিক দলের নেতাদের হারিয়েই নির্বাচিত হন।
তিনি আরও বলেন, জেলা পূজা পরিষদ নেতৃবৃন্দ সংগঠনকে এগিয়ে নিতে ধর্মীয় সামাজিক নানান অনুষ্ঠান উদযাপন, বিভিন্ন জাতীয় দিবস পালন, স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা, সকল প্রকার সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার থাকা ও আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়া, সমাজ উন্নয়নমূলক কাজ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সদা সচেষ্ট থেকেছে। সরকারের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ ও সহিংসতা ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন। বিনয় কৃষ্ণ মল্লিক কর্তৃক রাষ্ট্রদ্রোহ মামলা উদ্দেশ্য প্রণোদিত।রবিন কুমার পাল আরও বলেন, পূজা পরিষদ নেতৃবৃন্দ নিজেদের গর্বিত বাংলাদেশী মনে করেন। আলাপ আলোচনা সকল সমস্যার সমাধান করতে পারে। সনাতনী জনগোষ্ঠীর ভেতরে বিভেদ সৃষ্টি করে দেশে অস্থির পরিবেশ তৈরির নিরবচ্ছিন্ন প্রচেষ্টার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে তিনি প্রশাসনের প্রতি আহবান জানান। অন্যথায় আইনী পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দেন রবিন কুমার পাল।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা পূজা পরিষদের সহ-সভাপতি দুলাল সমাদ্দার, সদস্য বাবু হালদার, দেবাশীষ রায়, মহিলা সম্পাদক অর্চনা অধিকারী, সাংস্কৃতিক সম্পাদক অঞ্জন সাহা, গণ-সংযোগ সম্পাদক গৌরব ঘোষ, প্রশান্ত সরকার, গৌতম কর্মকার, পৌর শাখা সাধারণ সম্পাদক উৎপল কুমার ঘোষসহ অন্যান্য নেতৃবৃন্দ।