close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

যশোরে কৃষক দল নেতা হত্যার জেরে বিক্ষুব্ধ লোকজন ২০ বাড়িতে আগুন..

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
****

যশোরের অভয়নগর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে কৃষক দল নেতা তরিকুল ইসলাম (৫০) নিহত হওয়ার জেরে বিক্ষুব্ধ লোকজন ডহর মশিয়াহাটী গ্রামের অন্তত ২০টি বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে। ২২ মে  রাতে এ ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ডহর মশিয়াহাটী তরিকুল ইসলামকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহরমশিয়াহাটী গ্রামে বেড়েধা এলাকায় পিন্টু বিশ্বাসের বাড়িতে যান তরিকুল ইসলাম ও তার এক সহযোগী সুমন। সেখানে মৎস্য ঘেরের জমি সংক্রান্ত চুক্তিপত্র নিয়ে পিন্টুর সঙ্গে তরিকুলের তর্ক হয়। এক পর্যায়ে অজ্ঞাত ৬ থেকে ৭ জন দুর্বৃত্ত বাড়িতে ঢুকে তরিকুলকে গুলি করে পালিয়ে যায়। কৃষক দলের নেতার মৃত্যু খবর ছড়িয়ে পড়লে ওই রাতে উত্তেজিত জনতা পিন্টু বিশ্বাসসহ আশপাশে ২০টি বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।  পরে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।


আজ শুক্রবার আসরের নার্মাৌজের পর অভয়নগরের ধোপাদী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তরিকুল ইসলামের দাফন সম্পন্ন হয়।


অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলিম বলেন, কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যার কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।

No comments found


News Card Generator