এলাকাবাসীর বরাতে জানা গেছে, রাতের কোনো এক সময় কয়েকজন দুর্বৃত্ত রেজাউলকে বাড়ি থেকে ডেকে নিয়ে, পাশের রাস্তার ধারে গলা কেটে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
স্থানীয়রা জানান, রেজাউল ইসলাম যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং এলাকার পরিচিত মুখ ছিলেন । যদিও তার আনুষ্ঠানিক পদবী নিশ্চিত হওয়া যায়নি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে। এ ঘটনায় গ্রামজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।
যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, “পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।”