close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

যশোরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্টপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি চলছে..

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
যশোরে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী..

যশোরে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে যশোর জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ তিন দিনের কর্মসূচি গ্রহণ করেছে।

শুক্রবার (৩১ মে) সকাল ৬টায় লালদিঘিরপাড়ে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। সকাল ১০টায় জেলা বিএনপির আয়োজনে এবং ওলামা দলের সৌজন্যে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর জেলা ছাত্রদলের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সকল কর্মসূচিতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। পরে তারা বিভক্ত হয়ে শহর ও সদর উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে খাবার বিতরণসহ অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

অনিন্দ্য ইসলাম অমিত শহরের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজিত দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। এরপর তিনি খড়কি, বেজপাড়া সহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেন। অপরদিকে অধ্যাপক নার্গিস বেগম ঘোপ ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত দোয়া ও খাবার বিতরণে অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে তিনিও অন্যান্য ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের কর্মসূচিতে যোগ দেন। এসব কর্মসূচি এখনো চলমান রয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, “জিয়াউর রহমান বাঙালি জাতির আদর্শ ও চেতনায় ভাস্বর এক মহানায়ক। বাংলাদেশের অস্তিত্ব যতদিন থাকবে, ততদিন শহীদ জিয়ার স্মৃতি মানুষের হৃদয়ে জড়িয়ে থাকবে। যতদিন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই থাকবে, ততদিন মুক্তিকামী জনতা তার জীবন থেকে সাহস ও প্রেরণা খুঁজে নেবে।

এসব কর্মসূচিগুলোতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, বিএনপি নেতা অ্যাড. মো. ইসহাক, মিজানুর রহমান খান, মারুফুল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা যুবদলের আহ্বায়ক এম. তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা আমির ফয়সাল, সাধারণ সম্পাদক রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।

উল্লেখ্য, শুক্রবার জেলার বিভিন্ন মসজিদে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ দোয়ার আয়োজন করেছে। আগামী ১ জুন (শনিবার) বিকেল ৩টায় যশোরের বিডি হলে জেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

לא נמצאו הערות