close

লাইক দিন পয়েন্ট জিতুন!

যশোর সদর হাসপাতালে মহিলা ওয়ার্ডে আগুন; আহত-৭।

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
রাসেল মাহমুদঃ বুধবার ভোররাতে যশোর সদর হাসপাতালের মহিলা (মেডিসিন) ওয়ার্ডে কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আতঙ্কিত হয়ে ওয়ার্ডের রোগীরা হুড়োতাড়া করে নামতে গিয়ে কমপক্ষে ৫-৭ জন কমবেশি আহত হয়েছে।..

২৬ মার্চ ২০২৫ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় মহিলা মেডিসিন ওয়ার্ডে (৯ নম্বর ওয়ার্ড) বুধবার ভোর ৫:২০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এঘটনায় তাড়াহুড়া করে নিরাপদ স্থানে যেতে গিয়ে কমপক্ষে ৫-৭ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, ১১ ও ১২ নম্বর বেডের মাঝখানে এক রোগীর লোকজন মশার কয়েল জ্বালিয়ে রাখে, যা অক্সিজেন লাইনে লিকেজের কারণে আগুন ধরে যায়। এতে পুরো ওয়ার্ডের রোগীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে।

অগ্নিকাণ্ডের সময় ওয়ার্ডের রোগীরা দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন। কেউ কেউ সিডি (সিঁড়ি) দিয়ে নামতে গিয়ে আহত হন। এ ঘটনায় ৫ থেকে ৭ জন সামান্য আহত হন এবং তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।


অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়। তবে ফায়ার সার্ভিসের টিম আসার আগেই ওয়ার্ডের রোগীর স্বজন ও উপস্থিত ব্যক্তিরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।


বর্তমানে হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণে হাসপাতালের হাই-ফ্লো অক্সিজেন সংগ্রহ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

প্রশাসনের মন্তব্য:
হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে এবং রোগীদের নিরাপত্তার বিষয়ে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে।

Nenhum comentário encontrado