close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

যশোর চৌগাছাতে বেড়াতে এসে কপোতাক্ষ নদের পানিতে ডুবে কিশোরের মৃত্যু..

আই নিউজ বিডি  avatar   
আই নিউজ বিডি
যশোর চৌগাছাতে বেড়াতে এসে কপোতাক্ষ নদের পানিতে ডুবে কিশোরের মৃত্যু

যশোরের চৌগাছায় নানার বাড়িতে বেড়াতে এসে কপোতাক্ষ নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে শোয়েব হাসান (১১) নামের এক কিশোরের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে রবিবার (৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে চৌগাছা উপজেলার নারায়নপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামে।

নিহত শোয়েব যশোর সদর উপজেলার নওদাপাড়া এলাকার কোরবান মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকালে শোয়েব তার মামার সঙ্গে নানাবাড়ি বেড়াতে আসে। কিছুক্ষণ পরই নানার বাড়ির পাশ দিয়ে প্রবাহিত কপোতাক্ষ নদে কয়েকজন সমবয়সী শিশুর সঙ্গে গোসল করতে নামে সে। গোসলের একপর্যায়ে অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যায় শোয়েব।

খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। পরে দুপুর ১টার দিকে শোয়েবকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি পানিতে ডুবে মারা গেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

没有找到评论