close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

যশোর বিমান ঘাঁটির অফিসার্স কোয়াটার থেকে বৈদেশিক মুদ্রা ও মেডেল খোঁয়া!..

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
রাসেল মাহমুদ।। যশোর বিমান ঘাঁটির অফিসার্স কোয়ার্টার থেকে এক উইং কমান্ডারের বৈদেশিক মুদ্রা, সৌদিআরব সরকারের দেয়া মেডেল ও নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে।..

যশোর মতিউর রহমান বিমান ঘাঁটির অফিসার্স কোয়াটার থেকে উইং কমান্ডার এবিএম সাইদুর রহমানের বৈদেশিক মুদ্রা, সৌদি আরব সরকারের প্রদত্ত মেডেল ও নগদ অর্থ চুরি হয়েছে। এ ঘটনায় যশোর কোতয়ালি মডেল থানায় একটি এজাহার দায়ের করেছে। এজাহারে উইং কমান্ডার সাইদুর রহমান উল্লেখ করেছেন, তিনি ২০২৩ সাল থেকে যশোর বিমান বাহিনীর ছায়াবিথী-২ কোয়াটারে বসবাস করে আসছেন। গত ৭ এপ্রিল সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, দোতলার বেলকুনির গেট খোলা এবং ফ্লোরে পায়ের ছাপ রয়েছে। ঘরের সমস্ত আলমারি ও ব্রিফকেস খোলা অবস্থায় রয়েছে। সেখানে রক্ষিত সাড়ে সাতশ মার্কিন ডলার, সাড়ে ৩ হাজার বাংলাদেশী টাকা ও সৌদি আরব সরকার কর্তৃক প্রদত্ত মেডেল ও রিবন চুরি খোঁয়া গেছে।

ওই রাতে বিদ্যুৎ না থাকার সুযোগে কেও চুরি করে নিয়ে যেতে পারে বলে উইং কমান্ডার ধারণা করছেন। ঘটনার পর তিনি দ্রুত থানায় উপস্থিত হয়ে একটি এজহার দায়ের করেছেন।

No comments found


News Card Generator