close

লাইক দিন পয়েন্ট জিতুন!

যশোর আদালতে চুরি করতে গিয়ে ধরা পড়লো যুবক

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
যশোর আদালতে চুরি করতে গিয়ে যুবক ধরা, পরিণতি হলো কারাগার

যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজিরখানার বৈদ্যুতিক লাইট ও ওয়াশ রুমের পানির ট্যাপ চুরি করতে গিয়ে  হাতেনাতে ধরা পড়েছে এক যুবক। পরে তাকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আটক আ. কাদের শহরের খালধার রোড বরফকল এলাকার আবুল কাশেমের ছেলে। এ ঘটনায় আদালতের ভারপ্রাপ্ত নাজির শাহ আলম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।মামলায় তিনি উল্লেখ করেন, বুধবার সকালে কাদের নাজিরখানায় প্রবেশ করে কৌশলে বৈদ্যুতিক  লাইট ও ওয়াশরুমের পানির ট্যাপ খুলে নিয়ে যেতে যায়।

এরপর তা নিয়ে আদালত থেকে বের হয়ে আসার সময় পরিচ্ছন্ন কর্মী তুষার তাকে দেখে চিৎকার দেন। আশপাশের লোকজন এসে কাদেরকে ধরে ফেলেন। পরে তার কাছ থেকে চুরির বিভিন্ন ধরনের জিনিসপত্র  উদ্ধার করেন।

বিক্ষুব্ধরা যুবক কাদেরকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেন। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator