close

লাইক দিন পয়েন্ট জিতুন!

জয়পুরহাটে বস্তায় ভরে অজ্ঞাত ব্যক্তিকে পুড়িয়ে হত্যা

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
জয়পুরহাটের আক্কেলপুরে কলাবাগান থেকে এক অজ্ঞাত ব্যক্তির পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।..

মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার তিলকপুর ইউনিয়নের কাদোয়া বটতলী এলাকার একটি কলাবাগানে মরদেহটি পাওয়া যায়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, অন্য কোথাও তাকে হত্যা করে মরদেহটি বস্তায় ভরে কলাবাগানে এনে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে।  মরদেহের দুই পাশে পাতার গাদা ও লাকড়ির আগুনের চিহ্ন রয়েছে।

কলাবাগান মালিক বিকাশ দেবনাথ জানান,  রাতে তিনি পুকুরে মাছের খাবার দিতে গিয়ে আগুন দেখতে পান। কাছে গিয়ে দেখেন একটি বস্তার মধ্যে মানুষের দেহ পুড়ছে।  দ্রুত স্থানীয়দের খবর দিলে তারা গিয়ে আগুন নিভিয়ে দেন।

আক্কেলপুর থানার উপপরিদর্শক রাকিবুল ইসলাম বলেন, আগুনে মরদেহের মাথা ও শরীরের কিছু অংশ পুড়ে গেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে পুলিশের ধারণা।

Комментариев нет