close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

জয়পুরহাটবাসীর প্রাণের দাবি: ১,০০০ শয্যার হাসপাতালটি জয়পুরহাটেই নির্মাণ হোক..

জবাব চাই avatar   
জবাব চাই
মোঃ আল আমিন জয়পুরহাট প্রতিনিধি: ১৬এপ্রিল২৫ইং

চীন সরকারের অর্থায়নে দেশের উত্তরাঞ্চলে নির্মাণ হতে যাচ্ছে এক হাজার শয্যার একটি অত্যাধুনিক হাসপাতাল। এই হাসপাতাল কোথায় নির্মাণ হবে, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে হাসপাতালের জন্য সম্ভাব্য স্থান হিসেবে নীলফামারীর নাম আলোচনায় এলেও, জয়পুরহাটবাসী তাদের প্রাণের দাবি হিসেবে হাসপাতালটি জয়পুরহাটে নির্মাণের আহ্বান জানিয়েছেন।বিভাগ গিয়েছে রংপুরে, শিক্ষা বোর্ড গিয়েছে দিনাজপুরে, বিমানবন্দর হয়েছে সৈয়দপুরে—বারবার বঞ্চনার শিকার জয়পুরহাট এবার আর চুপ থাকতে চায় না। এইবার অন্তত স্বপ্নের হাসপাতাল যেন জয়পুরহাটেই প্রতিষ্ঠিত হয়, এটাই এ জেলার মানুষের প্রাণের দাবি।

জয়পুরহাটবাসীর মতে, হাসপাতালের জন্য প্রয়োজনীয় জমি, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং জনসংখ্যার চাপ বিবেচনায় জয়পুরহাট একটি উপযুক্ত স্থান। এটি বাস্তবায়িত হলে জয়পুরহাটসহ আশেপাশের জেলাগুলোর মানুষও উন্নত স্বাস্থ্যসেবা লাভ করবে।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা নুরজাহান বেগম ম্যাডামের প্রতি আমাদের বিনীত অনুরোধ—জয়পুরহাটের মানুষের বহু দিনের বঞ্চনা এবার শেষ করুন। আমাদের প্রাণের দাবি পূরণ করুন। এক হাজার শয্যার হাসপাতালটি জয়পুরহাটেই স্থাপন করুন। জয়পুরহাটবাসী সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে।



Inga kommentarer hittades


News Card Generator