close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার-২

Sujat Molla avatar   
Sujat Molla
যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার-২

রাজবাড়ী সদর উপজেলা মিজানপুর ইউনিয়নের নয়নদিয়া গ্রামে গতকাল ১০ই মে ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ ২জনকে যৌথ বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করেছে।

 গ্রেপ্তারকৃতরা হলো- সদর উপজেলার মিজানপুর গ্রামের নয়নদিয়া গ্রামের মৃত মেছের মন্ডলের ছেলে মোঃ সাইদুর রহমান সাঈদ(৪৫) ও একই গ্রামের মৃত কাশেম মন্ডলের ছেলে মোঃ সবুজ মন্ডল(৪০)।

 জানা গেছে, গতকাল ১০ই মে ভোর ৪টার দিকে রাজবাড়ী অস্থায়ী ক্যাম্পের সেনা সদস্যরা অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের নয়নদিয়া গ্রামে সাইদুর রহমান সাঈদ ও সবুজ মন্ডলের বসত বাড়ীতে যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

 এ সময় তাদের জিজ্ঞাসাবাদে সাঈদের দেখানো মতে নয়নদিয়া গ্রামের মাসুম মেম্বারের বাড়ীর পেছনের বাগানের মধ্যে পাটকাঠির গাদার মধ্যে থেকে ১টি লোহার তৈরী বিদেশী পিস্তল, একটি লোহার তৈরী ম্যাগাজিন, ২রাউন্ড গুলি এবং সবুজের দেখানো মতে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

 রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান বলেন, সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্রসহ উল্লেখিত ২ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

没有找到评论