জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানের পদত্যাগের দাবিতে তীব্র প্রতিবাদ, অস্থিতিশীলতার অভিযোগ

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রাজধানীর ইস্কাটনে বুধবার (২৫ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় জন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানের পদত্যাগ দাবি করেছেন। বিস
রাজধানীর ইস্কাটনে বুধবার (২৫ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় জন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানের পদত্যাগ দাবি করেছেন। বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ) আয়োজিত এই প্রতিবাদ সভায় বক্তারা দেশের প্রশাসনিক সংস্কারে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলে কমিশনের পরিকল্পনা বাতিলের আহ্বান জানান। বিশেষত, উপসচিব পদে পদোন্নতির বিষয়ে পরিকল্পিত ৫০ শতাংশ পদায়ন বৈষম্যমূলক, অযৌক্তিক এবং ষড়যন্ত্রমূলক হিসেবে চিহ্নিত করা হয়েছে। বক্তারা এই সিদ্ধান্তকে প্রশাসনিক ভারসাম্য নষ্ট করার প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেন। বিসিএস ৯ম ব্যাচের কর্মকর্তা জাকির হোসেন কালাম বলেন, “শুধু কমিশনের চেয়ারম্যানের পদত্যাগই যথেষ্ট নয়, সকল স্টেকহোল্ডারকে নিয়ে কমিশন পুনর্গঠন করা প্রয়োজন।” সভায় উপস্থিত সোহেল রানা, মাহবুবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা একই রকম অভিমত পোষণ করেন। ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদও প্রতিবাদ জানিয়ে বলেন, "সংস্কার কমিশনের সিদ্ধান্ত দেশের প্রশাসনিক কাঠামোকে দুর্বল করতে পারে।" আলোচনা সভার মাধ্যমে এই বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানানো হলেও, অনেকেই আশঙ্কা করছেন যে, যদি এমন সিদ্ধান্ত কার্যকর হয় তবে তা রাষ্ট্রের কার্যক্ষমতা ক্ষুণ্ণ করতে পারে।
Nema komentara