জঙ্গল ছলিমপুরে র্যাব কর্মকর্তা হত্যা মামলায় আরো এক আসামি গ্রেপ্তার
মোহাম্মদ জামশেদ আলম
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গলসলিমপুরে র্যাব কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় আরও একজন আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাবের ডিএডি মোতালেব হত্যাকাণ্ডে জড়িত পলাতক আসামি আলীরাজ হাসান ওরফে সাগর (২৮)-কে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার গভীর রাতে কক্সবাজার সদর উপজেলার সুগন্ধা পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-৭ ও র্যাব-১৫-এর যৌথ আভিযানিক দল।
গ্রেপ্তার আলীরাজ হাসান সীতাকুণ্ড উপজেলার ১০ নম্বর জঙ্গলসলিমপুর এলাকার বাসিন্দা। এ নিয়ে আলোচিত এ হত্যা মামলায় এখন পর্যন্ত মোট পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারী) সকালে র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার আলীরাজ হাসান কক্সবাজারে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামিকে র্যাব-৭ থানায় হস্তান্তর করেছে। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



















