মতলব উত্তরে জমি নিয়ে বিরোধে
২ শতাধিক গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষ
মতলব উত্তর প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ২শতাধিক ফলজ গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষ। এ ঘটনায় কাওসার হেলাল (৪০) বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দূর্গাপুর সাতবাড়িয়া কান্দি গ্রামে শনিবার (৩ মে) সকাল ৯টা ৩০ মিনিটে কাওসার হেলালের পৈতৃক জমিতে একই বাড়ির প্রতিপক্ষ মুক্তার হোসেন, আবুল কাশেম, জুয়েল, নাহিদ, মুজাম্মেল, মোশাররফ ও তাদের সাথে থাকা অজ্ঞাতনামা ১০/১২ জন দেশীয় অস্ত্রসহ (রামদা) দিয়ে আম, কাঁঠাল ও লিচু গাছসহ প্রায় ২’শ টি ফলজ গাছ কেটে নিয়ে গেছে এতে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি সাধন হয় এবং বাঁধা দিতে গেলে কাওসার হেলাল ও তার পরিবারের লোকজনের উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন।
ভুক্তভোগী ও অভিযোগের বাদী কাওসার হেলাল জানান, জমির দখল নেয়ার উদ্দেশ্যে তারা অনধিকারভাবে আমাদের জায়গায় প্রবেশ করে ফল সহ ২০০টি আম, কাঁঠাল ও লিচু গাছ কেটে নিয়ে যায়। আমি বাঁধা বাধা দিলে আমাকে লাঠি দিয়ে মারধর করে আহত করা হয় এবং পরবর্তীতে গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়।
তিনি আরও জানান, ৯৯৯-এ ফোন করা হলে মতলব উত্তর থানার এসআই শাহাদাৎ ঘটনাস্থলে পৌঁছে আমাদেরকে উদ্ধার করেন।
জানা যায়, উক্ত জমি নিয়ে পূর্বে একটি মামলা (নং-৬১১/২২) চলমান ছিল এবং গত বছরের ২৮ নভেম্বর আদালতের রায়ে জমিটির দখল কাওসার হেলালের পক্ষে প্রদান করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মো. শরিফ হোসেন হোসেন জানান, আমি ২০২২ সালে আমাদের এই জায়গায় ২শতাদিক দামি দামি আম গাছের চারা লাগিয়েছি। আজকে মুক্তার হোসেন, আবুল কাশেম সহ ১০ থেকে ১৫ জন বড় রামদা দিয়ে গাছগুলো কেটে নিয়েছে। প্রত্যেক টি গাছে অনেক আম ধরেছে।
কাওসার হেলালের ছোট ভাই সোহাগ হোসেন জানান, আমি এবং আমার পরিবার লোকজন গাছগুলো অনেক যত্ন করে লাগিয়েছিলাম। দামি এবং ভালো জাতের ফল গাছ লাগিয়েছিলাম। বাগানের চতুর্দিকে নেট দিয়ে বেড়া দিয়েছিলাম। প্রতিটি গাছে এবার প্রচুর আম এসেছে। প্রকাশ্যে দিনে তারা গাছগুলো কেটে নিয়ে যায়, এটা দেখার পর আমার বুকটা ভেঙে গেছে।
বিবাদী পক্ষের জুয়েল রানা জানান, আমরা আমাদের জায়গা দখলের জন্য গাছগুলো কেটেছি।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ছবি ক্যাপশন:
মতলব উত্তরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ২শতাধিক ফলজ আম, কাঁঠাল ও লিচু গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষ।