close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন..

Md. Rayhana Mahamud avatar   
Md. Rayhana Mahamud
****

মোঃ রায়হান মাহামুদ, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ


গাজীপুরের কালিগঞ্জ উপজেলার সেনপাড়া এলাকায় এমদাত মৃধা তার এক মেয়ে সায়কা আরিফ ও ছেলে সাজেদ মৃধার জমি তার চাচাতো ভাগিনা রাসেল মৃধা ওয়ারিশি সম্পত্তি ক্রয় করিয়া নিজ নামে নামজারি ও খাজনা খারিজ করিয়া দীর্ঘদিন ধরে ভোগ দখল করেন। 

গত চার মাস আগে সেনপাড়া এলাকার প্রভাবশালী মতিন নামের এক ব্যক্তি ভুক্তভোগীর  দখলীয় জমিতে সাইনবোর্ড টাঙ্গিয়ে দখল করার পাঁয়তারা চেষ্টা  করেন। জমির মালিক গাজীপুর আদালতে একাধিক মামলা ও কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলা সেনপাড়া এলাকায় নিজ  ক্রয় কৃত জমিতে ভুক্তভোগী রাসেল মৃধা সংবাদ সম্মেলন করেন।  সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রাসেল মৃধা বলেন, তার খালার জমি ক্রয় করিয়া নামজারি ও খাজনা খারিজ করিয়া দীর্ঘদিন ধরে ভোগ  দখল করে আসিতেছে দীর্ঘ চার মাস আগে  সেনপাড়া এলাকার প্রভাবশালী মতিন শেখ নামের এক ব্যক্তি  জায়গা দখল  করার চেষ্টা ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। ভুক্তভোগী রাসেল মৃধা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে  তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের দাবি জানায়।

 

Nessun commento trovato


News Card Generator